শ্রীপুর থেকে গ্রেফতার ‘যুদ্ধাপরাধী’ আলিম উদ্দিন কারাগারে
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার আলিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট রবিবার তাকে গ্রেফতার করে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলিম উদ্দিন (৮৫) ময়মনসিংহের পাগলা থানার সাদুয়া গ্রামের মৃত আবদুল গফুর খানের ছেলে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক ফজলে রহমান জানান, যুদ্ধাপরাধী আলিম উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ এপ্রিল রায় ঘোষণা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
পরিদর্শক আরও জানান, আলিম উদ্দিন তার মেয়ের বাড়িতে আসার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে শ্রীপুর ও গফরগাঁও থানা পুলিশ সহযোগিতা করে।