পাচারের টাকায় কানাডায় ‘বেগমগঞ্জ’

আলোকিত প্রতিবেদক : জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান বলেছেন, ব্যাংক খাতে লুটপাট হচ্ছে। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে বিদেশে। কিন্তু লুটপাটকারী ও পাচারকারীদের বিচার হচ্ছে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পীর ফজলুর রহমান বলেন, ঋণের নামে ব্যাংক লুট হচ্ছে প্রতি বছর। চার ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এখন ২৬ হাজার ৪৮৬ কোটি টাকা। ব্যাংকগুলোকে করের টাকা থেকে বরাদ্দ দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করছেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, এক বছরে দেশ থেকে ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব টাকায় কানাডা ও মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ করা হচ্ছে। কানাডার একটি এলাকার নাম হয়ে গেছে ‘বেগমগঞ্জ’। ওই এলাকায় বাংলাদেশি বেগম সাহেবারা থাকেন।

আরও খবর