বাজেটে জনগণকে খুশি করতে হয় : অর্থমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার প্রত্যেক বাজেটই নির্বাচনী বাজেট। কারণ আমি একটি রাজনৈতিক দলের সদস্য।
তিনি বলেন, রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমাকে জনগণকে খুশি করতে হয়। ভুয়া বাজেট বলে কিছু নেই।
অর্থমন্ত্রী বলেন, গত সাত বছর আগেও দেশে দরিদ্র মানুষের হার ছিল ৩০ শতাংশ। এখন দরিদ্র মানুষের হার ২২ দশমিক ৪ শতাংশ।
শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাজেটে অনলাইন কেনাকাটায় কর বসানো হয়নি। ফেসবুক, গুগল ও ইউটিউবে কর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।