মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘অস্তিত্ব’

অস্তিত্ব

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

অস্তিত্ব ও জীবন

স্রষ্টার সৃষ্টির পবিত্র দান

ধরণিতে তোমার অস্তিত্বের বাঁধন

প্রাণের অস্তিত্ব থাকবে অল্পক্ষণ।

তুমি ভাব

তোমার অস্তিত্ব কোথায় সৃষ্টি

কোথা হতে তুমি এলে

জীবন বিলীন হয়ে যাবে কোথায়

একবার ভেবে দেখ?

শক্তির বৃত্তে তুমি কোন বিন্দুর পথে

উপগ্রহ হতে তুমি যাবে কোন গ্রহে

কক্ষপথ বিচ্যুতি হলে

থাকবে তুমি কোথায়?

জীবন চলার পথে পবিত্রতা রাখ ঘিরে

তুমি যাবে শাশ্বত স্বর্গের ঘরে।

অশুদ্ধ পথে করলে অর্জন

প্রজ্জ্বলিত হবে আগুনের মাঝে

তুমি যদি পুড়ে যাও

অস্তিত্ব কি থাকবে টিকে?

আগুনের মাঝে অঙ্গার হবে দেহ

শক্তি ও অস্তিত্ব একটি বিন্দু

কষ্টে ছটফট করবে রুহ।

স্রষ্ট্রার সৃষ্টি মাঝে

তোমার অস্তিত্ব

পাপে হবে নরক

পুণ্যে টিকবে স্বর্গ।

আরও খবর