গাজীপুরের শালদহ খালে নিষিদ্ধ জালে দেদারসে মা মাছ নিধন
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার শালদহ খাল বৃষ্টির পানিতে পূর্ণতা পেয়েছে।
বোয়াল ও কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের সমাগম বাড়ছে। ডিমওয়ালা মাছেরা পোনা ছাড়ছে।
এই অবস্থায় কিছু ব্যবসায়ী চায়না জাল দিয়ে দেদারসে মা মাছ শিকার করছেন। রেহাই পাচ্ছে না পোনাও।
সরেজমিনে জানা যায়, শালদহ এক সময় নদী ছিল। কালের বিবর্তনে সেটি এখন দীর্ঘ খাল। ইতিপূর্বে খালটি খনন করায় জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে।
বর্ষায় পানি বাড়লে খাল ও সংলগ্ন ক্ষেতসমূহে মাছের সমাগমও বাড়ে। তখন আশপাশের লোকজন নিজেরা ধরে দেশীয় মাছ খাওয়ার সুযোগ পান।
স্থানীয়রা জানান, এবার মাছের বংশ বিস্তার নিয়ে তারা বেশ আশাবাদী ছিলেন। কিন্তু কিছু লোক বেশি লাভের আশায় নিষিদ্ধ চায়না কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। এতে ডিমওয়ালা মাছের সাথে পোনা মাছও আটকা পড়ছে।
ব্যবসায়ীরা প্রতিদিন সন্ধ্যায় অন্তত শতাধিক জাল পাতেন। ভোরে মাছ তুলে বিভিন্ন বাজার ও মোড়ে নিয়ে বিক্রি করা হয়। তাদের দেখাদেখি অন্যরাও জাল কিনছেন।
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সদর উপজেলা শাখার সহ-সভাপতি শওকত হোসাইন বলেন, শালদহ খালে আমরা সংগঠনের পক্ষ থেকে পোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে নিধন চলতে থাকলে সুফল মিলবে না।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন বলেন, আমি বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। তিনি যেহেতু পদক্ষেপ নেননি, আমি দেখছি।