চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত কনুই থেকে বিচ্ছিন্ন

আলোকিত প্রতিবেদক : রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শিশুটিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী মেয়েকে নিয়ে জয়দেবপুরে ভাড়া থাকেন।

তারা বৃহস্পতিবার সকালে চিড়িয়াখানায় ঘুরতে গেলে ঘটনাটি ঘটে। তাদের সঙ্গে আত্মীয়-স্বজনও ছিল।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, দর্শনার্থীরা দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকে প্রাণী দেখে। ওই শিশু এক পর্যায়ে প্রথম বেষ্টনীর কাছে গিয়ে বাইরে থেকে ডান হাত খাঁচার ভেতরে দেয়।

তখন একটি হায়েনা তার হাতের আঙুল টেনে ধরলে কবজি পর্যন্ত হায়েনার মুখে ঢুকে যায়। এ সময় চিড়িয়াখানার নিরাপত্তাকর্মী শিশুটির হাত ধরে টান দিলে কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে ওই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও খবর