ইন্দুরকানীর পত্তাশী হাইস্কুলে পলিথিন টানিয়ে পাঠদান!

মো. নাইম খান, ইন্দুরকানী (পিরোজপুর) : পাঁচ বছর ধরে ভবন জরাজীর্ণ থাকায় পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে।

ষাটের দশকে স্থাপিত ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এ দুরবস্থা।

চলতি বছর বর্ষার শুরুতে ভবনের ছাদ থেকে পানি পড়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে পলিথিন টানিয়ে ক্লাস নিচ্ছে।

শিক্ষকদের অফিস কক্ষও ঝুঁকিপূর্ণ। তারা তাঁবু টানিয়ে অফিসে বসে কাজ করছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধির চন্দ্র সমদ্দার জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থীর ঝুঁকির মধ্যে ক্লাস চলছে। কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও ভবন নির্মাণের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর আবুল খায়ের বলেন, বিদ্যালয়টির অবস্থা খুব ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

আরও খবর