১১ আগস্ট থেকে আগের ভাড়ায় চলবে বাস-ট্রেন

আলোকিত প্রতিবেদক : দেশে করোনা মহামারির লকডাউন শেষে ১১ আগস্ট থেকে ‘যত আসন তত যাত্রী’ পরিবহনের অনুমোদন দিয়েছে সরকার।

সমানসংখ্যক আসনে যেহেতু যাত্রী থাকবে, সেহেতু পূর্বের ভাড়া বহাল থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগের ভাড়ায় পরিবহন চলাচল করবে।

এদিকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা কখনোই রেলে ভাড়া বাড়াইনি। অর্ধেক যাত্রী যখন পরিবহন করেছি, তখনো পূর্বের ভাড়ায় মানুষ চলাচল করেছে।

তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন না। যদি কেউ এই আইন লঙ্ঘন করেন, তাকে জরিমানা করা হবে।

আরও খবর