‘মুক্তিযুদ্ধের পরীক্ষিত শক্তির পক্ষেই জাতীয় ঐক্য সম্ভব’
আলোকিত প্রতিবেদক : গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, মুক্তিযুদ্ধের পরীক্ষিত শক্তির পক্ষেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবে।
শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন প্রত্যাশী শহীদুল্লাহ সিকদার এসব কথা বলেন।
পার্টির উপজেলা সভাপতি এম এ গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আবদুল আউয়াল, শেখ আবদুল গনি, উৎপল বণিক, রেজাউল করিম খান, আবদুল করিম, দুর্জয় বর্মণ, সোহাগ প্রমুখ।