কালিয়াকৈরে বনদস্যু জসিমের সাম্রাজ্য উচ্ছেদ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে বনদস্যু জসিম ইকবালের সাম্রাজ্য উচ্ছেদ করেছে প্রশাসন।

শনিবার উপজেলার চন্দ্রা এলাকায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বনভূমি দখল করে গড়ে ওঠা বহুতল ভবনসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

উদ্ধার হয় প্রায় ১০ একর জমি। যার মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা।

এর আগে বৃহস্পতিবার রাতে দেড় ডজন মামলার আসামি জসিমকে কাপাসিয়ার ভূলেশ্বর গজারি বনে নিয়ে ক্রসফায়ার দেওয়া হয়।

এদিকে চন্দ্রায় লাশ দাফন করতে দেননি এলাকাবাসী। পরে কিশোরগঞ্জের হোসেনপুরে তাকে দাফন করা হয়।

অভিযানে জেলা প্রশাসনকে সহযোগিতা করে পুলিশ ও বন বিভাগ।

আরও খবর