গাজীপুরে খাবার হোটেলে বিস্ফোরণ : আহত ১৮
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে খাবার হোটেলে বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছেন।
নগরীর বোর্ডবাজার এলাকার রাঁধুনী হোটেলে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণে পাশের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের একাংশও ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।
এতে দগ্ধ ১১ যুবক ও তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তারা হলেন আলামিন, আরিফুল, জোবায়ের, নাজমুল, জাহিদ, আলমগীর, মারুফ, মাসুদ, সুফিয়ান, জাহাঙ্গীর ও শুক্কুর আলী।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডারগুলো অক্ষত ছিল। বদ্ধ রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাঁধুনী হোটেলের মালিক হাবিবুর রহমান জানান, আহত সবাই তার কর্মচারী। রাতে কাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় বিস্ফোরণ হয়।
আগুন ভয়াবহ না হওয়ায় তারা অল্প সময়েই নিভিয়ে ফেলেন। বিস্ফোরণের কারণ তিনিও বুঝতে পারছেন না।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।