গাজীপুরের পাতারটেকে নিহত সাত জঙ্গির লাশ পড়ে ছিল দোতলায়
আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর নোয়াগাঁও পাতারটেকে নিহত সাত জঙ্গির লাশ বাড়ির দোতলায় পড়ে ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর ফরিদুল ইসলাম আকাশের নেতৃত্বে নব্য জেএমবি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা টিম সেখানে অভিযান চালায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তারা সেটা না শুনে উল্টো পুলিশের ওপর গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি করে। বাধ্য হয়ে পুলিশও আত্মরক্ষায় আক্রমণ করে। অভিযান শেষে বাড়ির দোতলায় সাত জঙ্গির লাশ পাওয়া যায়।