রাখাইনে নলকূপ ও পুকুরের পানি নষ্ট করছে সেনাবাহিনী

আলোকিত প্রতিবেদক : মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিধনযজ্ঞ অব্যাহত রয়েছে।

হত্যা-নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছেন লাখ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু।

রাখাইনে বাড়ি, ফসল, বাজার ও দোকানপাট পুড়িয়ে দেওয়ায় তীব্র খাদ্য সংকটও দেখা দিয়েছে।

আগামী ছয় মাসে আরও তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ।

পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, প্রতিদিন কোন না কোন এলাকায় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। নলকূপ ও পুকুরের পানিও নষ্ট করে দিচ্ছে সেনাবাহিনী। এতে রোহিঙ্গারা তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু তাহের জানান, তারা সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাখাইনে লুকিয়েছিলেন। কিন্তু খাওয়ার মত কিছু ছিল না। তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছেন।

আরও খবর