শনিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

আলোকিত প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে।

শুক্রবার সন্ধ্যায় এটি পায়রা সমুদ্রবন্দর এলাকা থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এ কারণে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে আঘাত হানতে পারে।

বুলবুলের প্রভাবে সাগর উত্তাল থাকার পাশাপাশি ঢাকা ও গাজীপুরসহ দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আরও খবর