‘সুশিক্ষার জন্য যোগ্যতাসম্পন্ন শিক্ষক প্রয়োজন’

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে আব্দুল করিম মেমোরিয়াল স্কুল উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

প্রধান অতিথি বলেন, সুশিক্ষার জন্য সৎ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক প্রয়োজন। লেখাপড়া শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়। বিষয়টি অনুধাবন করতে হবে হৃদয় দিয়ে।

তিনি আরও বলেন, শিক্ষা কোন পণ্য নয়। এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্তরা যেন কখনো শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার না করেন।

স্কুলের প্রতিষ্ঠাতা মোসাদ্দেক হোসেন ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মজিবুর রহমান খান, আবু বকর সিদ্দিক, নাসরিন আক্তার, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. আবুল কাশেম  প্রমুখ।

আরও খবর