ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষা প্রধান ও তার স্ত্রীসহ নিহত ১৩

ডেস্ক নিউজ : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত (৬৩) ও তার স্ত্রী মাধুলিকাসহ ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তামিলনাড়ুর নীলগিরি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তার প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন নিরাপত্তারক্ষী ও কমান্ডো রয়েছেন।

সন্ধ্যায় দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে ১৩ জন নিহত ও একজন গুরুতর দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

বিপিন রাওয়াত সুলুরের বিমান ঘাঁটি থেকে রাজ্যের উরাহ গামানরালামে অবস্থিত ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন।

তিনি ভারতের সংঘাতপ্রবণ জম্মু ও কাশ্মীরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চীন সীমান্তেও বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

আরও খবর