খালেদাকে ‘বিকৃত মস্তিষ্কের’ জাফরুল্লাহর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
প্রতিবাদের পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির অভিযোগে মামলাও হয়েছে।
অবস্থা বেগতিক হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দাবি করেছিলেন, খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর খালেদা জিয়া এক অনুষ্ঠানে বলেছিলেন, আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।
এবার ওই মন্তব্যের জন্য খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি দাবি করেন, খালেদা জিয়া ওই বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগকেই সামনে এনেছেন। এ জন্য অন্যদেরও বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানানো উচিত।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বেফাঁস মন্তব্য করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাফরুল্লাহ চৌধুরীকে একাধিকবার সতর্ক করেছেন।
একবার তাকে এক ঘণ্টার দন্ড দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
পরে তিনি ক্ষমা চেয়ে আপিল বিভাগ থেকে অব্যাহতি পান।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, জাফরুল্লাহ চৌধুরী দায়িত্বহীন ও প্রচন্ড বিকৃত মস্তিষ্কের ব্যক্তি।