প্রধান বিচারপতিকে ‘সরকারবিরোধী’ ও ‘খালেদার মুখপাত্র’ বললেন বিচারপতি শামসুদ্দিন
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতিকে সরকারবিরোধী ও খালেদা জিয়ার মুখপাত্র বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না, এই কথা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন। উনি (প্রধান বিচারপতি) খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা বলেছেন।
অবসরে যাওয়ার পর লেখা রায় ও আদেশ সোমবার বিকেলে আপিল বিভাগে জমা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে বলেন, উনি বলেছেন সরকার নাকি বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এসব মিথ্যাচার করে তিনি মানুষের কাছে সরকারের জনপ্রিয়তা নষ্ট করছেন। আমি মনে করি তার পদত্যাগ করা উচিত।