গাজীপুরে অবৈধ ৪ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে মহানগরীর কোনাবাড়ীর জয়েরটেক ও বাইমাইল এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভাটাগুলো হল জয়েরটেকের ইসমাইল হোসেনের মেসার্স ইসমাইল এন্ড কোং, নাজিম উদ্দিনের মেসার্স এমএইচবি ব্রিকস, বাইমাইলের জিয়াউল আলমের মেসার্স আলম ব্রাদার্স সিন্ডিকেট ও ফজলু মিয়ার লিংকাস ব্রিকস।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, সদর দপ্তরের সহকারী পরিচালক সালমান রহমান, গাজীপুরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া প্রমুখ।

উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ওই ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়ম-নীতি না মেনে পরিচালনা করা হচ্ছিল।

আরও খবর