গাজীপুরের হামজা কেমিক্যাল কারখানা থেকে নমুনা নিল পরিবেশ অধিদপ্তর

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুর এলাকার হামজা কেমিক্যাল কারখানা পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, আমরা কারখানা থেকে পানি নিয়ে এসেছি। ল্যাব থেকে রিপোর্ট পেতে পাঁচ দিন লাগে। তারপর তাদেরকে নোটিশ দেব।

গত ৬ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে ওই কারখানার দূষণের ওপর একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে চুল্লির উচ্চতাপ ও দূষিত কণার প্রভাবে পাশের সরকারি আকাশমনি বাগানের গাছ মরে যাওয়া ও শব্দ দূষণের তথ্য তুলে ধরা হয়।

পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন্দের নির্দেশে সিংড়াতলী বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরী তদন্ত করে প্রতিবেদন জমা দেন।

এরপর বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলোকিত নিউজসহ দুটি প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠায়।