কর্ণাটকে হিজাব নিষিদ্ধে উত্তেজনা, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ : ভারতের কর্ণাটক রাজ্যের সরকারি কলেজে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় রাজ্যের সকল স্কুল-কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই মঙ্গলবার বিকেলে নিজের টুইটারে পোস্ট করে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।

সম্প্রতি উদুপি জেলার কুন্দাপুরের পিইউ কলেজ কর্তৃপক্ষ ইউনিফর্ম সংক্রান্ত বিধি-নিষেধ জারি করে। এতে হিজাব পরে ক্লাস করা যাবে না বলে উল্লেখ করা হয়।

এর প্রতিবাদ জানিয়ে মুসলিম ছাত্রীরা বলেন, এত দিন লেখাপড়ার মধ্যে হিজাব কোন সমস্যা সৃষ্টি করেনি। হিজাব কোন বৈষম্যও নয়।

হিজাবের বিরুদ্ধে হিন্দু শিক্ষার্থীদের একাংশ গেরুয়া চাদর পরছেন। তবে মুসলিম ছাত্রীদের সমর্থনে কোথাও কোথাও দলিত সম্প্রদায়ের হিন্দুরা নীল চাদর পরে পাশে দাঁড়াচ্ছে।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইট করে কলেজ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

আরও খবর