গাজীপুরে বেতনের দাবিতে রোমানা ফ্যাশনের শ্রমিকদের বিক্ষোভ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে ইস্ট ওয়েস্ট গ্রুপের রোমানা ফ্যাশন কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

এতে অন্তত পাঁচজন শ্রমিক আহত হন।

শিল্প পুলিশ জানায়, কারখানাটি বেতন-ভাতা পরিশোধ না করে বুধবার রাতে বন্ধের নোটিশ দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। কারখানায় প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন।

সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

মালিক পক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও খবর