গাজীপুর ও টঙ্গী থেকে রোগী বাগাচ্ছে উত্তরার আরএমসি হাসপাতাল!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গী হাসপাতাল ঘিরে দালাল চক্র বেপরোয়া হয়ে উঠেছে।

তারা উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নিচ্ছে প্রাইভেট হাসপাতালে।

এ ক্ষেত্রে টঙ্গীর আবেদা হাসপাতাল ও উত্তরার ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতালের নাম বেশি শোনা যাচ্ছে।

এগুলোতে চিকিৎসার নামে অপচিকিৎসা ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

হাসপাতালের মালিক ও ম্যানেজাররা কমিশনের বিনিময়ে দালাল নিয়োগ দিয়ে রোগী বেচাকেনার ব্যবসা করছেন।

তাদেরকে হাসপাতালের কিছু কর্মকর্তা ও কর্মচারী টাকার লোভে সহযোগিতা করছেন বলে অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, দালালদের মধ্যে লম্বা চুলের জাহিদুর রহমান নিজেকে আরএমসি হাসপাতালের সিইও পরিচয় দেন। তিনি টঙ্গীর কলেজ গেট এলাকায় থাকেন।

হাসপাতালটিতে চিকিৎসার নামে প্রতারণা ও অবৈধভাবে আইসিইউ পরিচালনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রথমে আরএমসি হাসপাতালের অনুমোদন নেন একজন নারী। তার কাছ থেকে হাসপাতালটি ভাড়া নেন নির্মল বাবু। পরে তার কাছ থেকে ভাড়া নেন জাহিদ, সালাম ও শামীম। নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাদের বাণিজ্য এখন রমরমা।

একাধিক দালাল জানান, ওই জাহিদ দালাল চক্রের কথিত গডফাদার। তাকে রোগী দিলে কমিশন বেশি পাওয়া যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররাও রোগী সরবরাহ করে।

ওয়াকিবহাল সূত্র জানায়, আলোচিত জাহিদ আগে শিবিরের সাথে জড়িত ছিলেন। তখন তিনি পুলিশের হাতে একাধিকবার ধরাও পড়েন। তদন্ত হলে আরও তথ্য বেরিয়ে আসবে।

অন্যদিগন্ত সম্পাদককে হুমকি : জাহিদের অপকর্ম নিয়ে ইতিমধ্যে আলোকিত নিউজ ডটকম ও দৈনিক অন্যদিগন্তে প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে চলে তোলপাড়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ফেসবুকে অপপ্রচারের পাশাপাশি অন্যদিগন্ত সম্পাদক মোহাম্মদ মাসুদকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দিচ্ছেন। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

আরও খবর