গাজীপুরে ভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা!
বিক্ষোভ, তদন্ত কমিটি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানাকে প্রধান করে এ কমিটি গঠিত হয়।
সোমবার সকালে মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে আইসিটি বিষয়ের এমসিকিউ পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হয়।
এতে গাজীপুর সরকারি মহিলা কলেজসহ কয়েকটি কলেজের এক হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা মহিলা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
তখন জেলা প্রশাসক শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, শিক্ষা বোর্ডের সাথে আলোচনা হয়েছে। পূর্ণ নম্বর দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।