শেখ ফাহিমের কবিতা ‘তোমার জন্য’

তোমার জন্য

-সাইফুদ্দিন শেখ ফাহিম

তোমার জন্য আজ

আমার রাত জাগার রুটিন

তোমার জন্য পড়তে শুরু করেছি

বিষাদ কবিতা

শুনি আর্ট ফিল্মের গান।

তোমার জন্য তিলে তিলে গড়ছি নিজেকে

আমার অপূর্ণতাকে পূর্ণ করার আশায়

স্বপ্নগুলোকে উষ্ণতা দিচ্ছি অতন্দ্র প্রহরায়।

ঐ দিনের পর হতে

তত্ত্বীয় স্বজন-বন্ধুবান্ধব থেকে

দূরে সরিয়ে রেখেছি নিজেকে

একটু একটু করে।

নিজেকে ব্যর্থ মানুষ মনে হয়

মাঝে মাঝে তোমার জন্য

হ্যাঁ, তোমারই জন্য

কেবল তোমার কথা ভেবে

শুধরে নিয়েছি নিজেকে।

তোমার সাথে দু-কদম হাঁটা

দু-চারটা মিষ্টি কথা

এখনো রয়েছে মনেরই অ্যালবামে

বেশ দুঃখ পেয়েছিলাম তোমার প্রত্যাখানে

দিশেহারাও হয়ে গিয়েছিলাম।

তোমার অট্টহাসিটা যেভাবে মিলিয়ে ছিলে

ভারী অবাক হচ্ছিলাম সেদিন।

একুশ মার্চ, দু’হাজার ঊনিশ

অবাক হবার আর কী থাকতে পারে বলো

সে অশ্রুবিজড়িত ঝর্ণাধারা

আজ আমি নই।

নিজ পায়ে দাঁড়াবার চেষ্টা

এখনো দিবা-রাত্রি

বিশ্বাস করো, এখনো জানি না আমি

কোন রঙের টি-শার্ট আর জিন্সে

আমাকে দখিনা হাওয়ার মত লাগে।

তখন কারও কথায়

আমার সাথে সময় কাটাতে কাটাতে

বুঝে গিয়েছিলে আমাকে

বুঝে গিয়েছিলে আমার দৌড়।

বুকে পাথর চেপে

সারা রাত নয়নজলের নুন মেখে

নিজেকে জ্বালিয়ে পুড়িয়েছি

তবুও অভিশাপ দেইনি তোমাকে

অভিশাপ দিতে পারিনি তোমায়।

মনে হয়, ঠিকই করেছিলে সেদিন তুমি

ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে

জ্বলে-পুড়ে ছাই হয়ে আজ আমি

মরা উনুনে ঘুরে বেড়াচ্ছি।

ভদ্র সমাজ-পরিবার, শত-সহস্র লোক

সেদিন উত্তাপ নিয়েছিল

কাকে বুঝাব, কে বুঝবে বলো

ভাল থেকো, এখন তোমার সংসার হয়েছে।

আরও খবর