মিল্ক ভিটাকে নকল করায় ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
আলোকিত প্রতিবেদক : প্যাকেট ও গায়ের রং এক রকম হওয়ায় মিল্ক ভিটা মনে হওয়া স্বাভাবিক।
সমবায়ভিত্তিক আধা সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার সুনাম ব্যবহার করে এভাবেই গ্রাহকদের সাথে প্রতারণা ও শিশু স্বাস্থ্যের ক্ষতি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
এ ধরনের ১২টি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে সরকার।
এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রবিবার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সচিবালয়ে সাংবাদিকদের সামনে ঢাকা প্রাইম, ডেইরি ফ্রেশ, আফতাব মিল্ক, আলট্রা মিল্ক, পিউরা মিল্ক, মিল্ক ফ্রেশ ও রিয়াল মিল্ক নামে মিল্ক ভিটার মত দেখতে সাতটি প্যাকেট হাজির করেন।
তিনি বলেন, দুধ জীবাণুমুক্ত করে বাজারজাতকরণের মেশিন মিল্ক ভিটা ছাড়াও দু-একটি কোম্পানির আছে। এসব কোম্পানির কাছে ব্যাকটেরিয়া ধ্বংস করার মত মেশিন নেই। মিল্ক ভিটা শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বয়স্কদেরও মিল্ক ভিটা খাওয়ানো হয়।
মিল্ক ভিটা মনে করে ভেজাল দুধ খাওয়ালে ব্যাকটেরিয়া শিশুদের শরীরে ঢুকে ক্ষতি করবে বলে যোগ করেন প্রতিমন্ত্রী।