গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর : আটক ২৫

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দোতলায় উপাচার্য ও ট্রেজারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বাঁধন ও সাধারণ সম্পাদক শাওনসহ অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ।

প্রক্টর আরিফুর রহমান খান জানান, বিকেলে কিছু শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। তারা তিন সেমিস্টারের বদলে দুই সেমিস্টার চালু ও বিএস ডিগ্রির সব শিক্ষার্থীকে এমএস কোর্সে ভর্তির দাবিতে বিক্ষোভ করেন।

এ সময় আন্দোলনে যোগ দিতে বিভিন্ন ক্লাসে গিয়ে অন্য শিক্ষার্থীদেরও বাইরে আনার চেষ্টা করা হয়। অবরোধ করা হয় ক্যাম্পাসে প্রবেশের সড়ক।

পরে জয়দেবপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাতে প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়।

ইটপাটকেল নিক্ষেপ করে উপাচার্য গিয়াস উদ্দিন মিয়া ও ট্রেজারার তোফায়েল আহমেদের গাড়িসহ জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন তারা।

প্রক্টর আরও জানান, বাঁধন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। সেমিস্টার সিস্টেম এই মুহূর্তে পরিবর্তন করা সম্ভব নয়। অন্য দাবিগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

আরও খবর