শ্রীপুরে ২৫০০ হেক্টর জমিতে কাঁঠালের বাম্পার ফলন
আতাউর রহমান সোহেল, শ্রীপুর : কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুর। জেলার শ্রীপুরে এবারও ফলটির বাম্পার ফলন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রায় এলাকায় গাছে গাছে ঝুলছে কাঁঠাল। মেঠোপথের দুপাশে সারি সারি গাছ। গাছের গোড়া থেকে ডালে ছড়িয়ে রয়েছে কাঁঠাল।
গ্রীষ্মকালীন ফল কাঁঠাল খেতে বেশ সুস্বাদু। চিংড়ি ও বোটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারির প্রচলনও রয়েছে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম এবং শর্করার জোগান দেয় এই জাতীয় ফল।
ভিটামিন এ অন্ধত্বজনিত সমস্যা দূর করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে রোগ-জীবাণু সহজে বাসা বাঁধতে পারে না।
মধুমাস জৈষ্ঠ্যের শুরুতে কাঁঠাল পাকা শুরু হয়। তখন কাঁঠাল কিনতে মৌসুমি পাইকারদের শুরু হয় দৌড়ঝাঁপ।
মাওনা উত্তরপাড়া এলাকার শামসুদ্দিন আলোকিত নিউজকে বলেন, তার কাঁঠাল বাগানে ৯০টি গাছ রয়েছে। বর্তমানে বাগানের দাম হাঁকা হচ্ছে এক-দেড় লাখ টাকা।
একই এলাকার রেজাউল বলেন, তিনি দুটি বাগান থেকে বছরে প্রায় তিন লাখ টাকার কাঁঠাল বিক্রি করেন। ফলন ভাল হওয়ায় এবার বেশি দাম পাওয়ার আশা করছেন।
আনসার টেপিরবাড়ী এলাকার অ্যাডভোকেট আবুল কাসেম আজাদ বলেন, তার কাঁঠাল বাগানে ১৫০টি গাছ রয়েছে। মহামারি করোনার কারণে দাম পাওয়া নিয়ে তারা চিন্তিত।
উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান আলোকিত নিউজকে বলেন, শ্রীপুরে আড়াই হাজার হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ফলন বেশ ভাল।