‘ঈদে আশুলিয়া ও চন্দ্রা-কোনাবাড়ীসহ ১৪ পয়েন্টে কাজ করবে স্বেচ্ছাসেবকরা’
আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের শান্তিপূর্ণ যাত্রা এবং সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে ১৪টি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক পুলিশের সাথে কাজ করবে।
তিনি বুধবার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পুলিশের সাথে ঈদের আগে পাঁচ দিন তিন শিফটে আশুলিয়া, ডিইপিজেড, চন্দ্রা ও কোনাবাড়ীসহ ১৪টি পয়েন্টে কাজ করবে স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকদের ভূমিকা যাত্রীদের যানজটের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।