প্রধানমন্ত্রীর কাছে এতই তথ্য থাকলে বাবু ও সাগর-রুনি হত্যার তথ্য পাননি কেন?

আলোকিত প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেড অব দ্য গভর্নমেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যদি এতই তথ্য থাকে, তাহলে নাটোরের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবু ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিষয়ে কোন তথ্য পেলেন না কেন? বিডিআর হত্যাকান্ডের সাথে জড়িতদের তথ্য ঘটনা ঘটার আগে প্রধানমন্ত্রী পাননি কেন? তখনো তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অধিকাংশ হত্যাকান্ডই প্রকাশ্য দিবালোকে ঘটেছে। এ সমস্ত নারকীয় ঘটনার কোন হদিস বের করতে না পেরে চরমভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন। এ সমস্ত হত্যাকান্ড সংঘটিত হওয়া এবং এর সংঘটনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা ক্ষমতাশালীদের ইঙ্গিত না থাকলে কোনভাবে সম্ভব হতে পারে না।