চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ
আলোকিত প্রতিবেদক : চিকুনগুনিয়ায় আক্রান্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেন।
এর আগে চিকুনগুনিয়া রোধে কার্যকর পদক্ষেপ নিতে গত ৪ জুলাই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদদ্দৌলা আকন।
রুলে স্প্রে ও যথাযথ ওষুধ ছিটানোর মাধ্যমে এডিস ও অন্যান্য মশা ধ্বংস করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব, এলজিআরডির সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।