গাজীপুরে আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি দাবি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার মহানগরীর শিববাড়ি এলাকার মন্দির প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল।
আদিবাসী দিবস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুরেন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও রূপচান বর্মনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরেশ বর্মন, বিকাশ চন্দ্র বর্মন, ডা. বিমান বর্মন, দীনেশ কিশোর বর্মন, ডা. ঊষারঞ্জন কোচ, সুখলাল বর্মন, দীপক চন্দ্র বর্মন, রুবেল মন্ডল কোচ, সুশীল কোচ প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করেন কাপাসিয়ার ডা. নাজিম উদ্দিন, আলতাফ হোসেন ও শ্রীপুরের জহিরুল ইসলাম বাচ্চু।
সমাবেশ শেষে একটি র্যালি নগরীর রাজবাড়ি রোড প্রদক্ষিণ করে।