গাজীপুরে কনসেপ্টের দখল থেকে ২২ কোটি টাকার বনভূমি উদ্ধারে গড়িমসি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে কনসেপ্ট রেডিমিক্সের দখল থেকে ২২ কোটি টাকা মূল্যের সাড়ে পাঁচ বিঘা বনভূমি উদ্ধারে কোন তৎপরতা নেই।
ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে এ বৃহৎ দখলযজ্ঞ চলছে।
বিষয়টির ওপর গত ২৪ মে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চলে তোলপাড়।
পরে স্থানীয় বন কর্মকর্তারা মাপজোখ করে ঘটনার সত্যতা পান। কিন্তু গত আড়াই মাসেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
দখল সমাচার : কনসেপ্ট কংক্রিট লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেন রোহান ও মাসুদুর রশিদ। তারা বানিয়ারচালার আবদুস সাত্তার ও আবদুল আউয়ালের কাছ থেকে প্রথমে পাঁচ গণ্ডা জমি ভাড়া নিয়ে ২০১৭ সালে কার্যক্রম শুরু করেন।
পরে তাদের কাছ থেকে আরও দেড় বিঘা জমি ভাড়া নিয়ে কারখানা সম্প্রসারণ করা হয়। চলতি বছর ঢাকার একজনের কাছ থেকে সংলগ্ন দক্ষিণ পাশের আরও চার বিঘা জমি ভাড়া নিয়ে কিছু গাছপালা কেটে মাটি ভরাট শুরু হয়।
এর কিছু অংশে নতুন প্লান্ট স্থাপন করে উৎপাদন বাড়ানো হয়েছে। বেশ কিছু অংশে পাথর ও বালুর সারি সারি স্তূপ। আরেক পাশে রাখা হচ্ছে মালবাহী গাড়ি।
এসব জমির মধ্যে প্রথম পাঁচ গণ্ডা ব্যতীত বাকি সাড়ে পাঁচ বিঘা মাহনা ভবানীপুর মৌজার সিএস ৭৪০ ও ৭৩৮ নং দাগের গেজেটভুক্ত বনভূমি। যার বর্তমান বাজারমূল্য ২২ কোটি টাকা। সাত্তার ও আউয়াল গং সেখানে বাড়ি বা অন্য কিছু করতে না পেরে কনসেপ্টকে ভাড়া দিয়েছেন।
ওয়াকিবহাল সূত্র জানায়, কনসেপ্ট একাধিক বন কর্মকর্তার যোগসাজশে দাপট দেখাচ্ছে। তারা বনভূমি দখল ও পরিবেশ-প্রতিবেশের ব্যাপক ক্ষতিসাধন করলেও বিট অফিস কোন মামলা করেনি।
এদিকে আলোকিত নিউজে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর অবৈধ কারখানাটিতে গত ৩০ মে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় আদালত পরিবেশ ও শব্দ দূষণের দায়ে ম্যানেজার সবুজ হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করেন।
এ ছাড়া আদালতের সামনে মালিক পক্ষের হয়ে ম্যানেজার ১৫ দিনের মধ্যে বনের জমি ছেড়ে দেওয়া হবে বলে রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানার কাছে লিখিত অঙ্গীকার করেন।
এই অঙ্গীকারের পর দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু অভিযুক্তরা বনভূমি ছেড়ে দেওয়া তো দূরের কথা, উল্টো অবশিষ্ট অংশে মাটি ভরাট ও দখল পোক্তকরণ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে ভবানীপুর বিটের চলতি দায়িত্বে থাকা বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন আলোকিত নিউজকে বলেন, ওই দখল তার আগে হয়েছে। লকডাউন শেষ হলে সীমানা খুঁটি দেওয়া হবে।
রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা আলোকিত নিউজকে বলেন, কনসেপ্ট ম্যাজিস্ট্রেটের সামনে লিখিত দিয়েও আমাদের জমি ছাড়েনি। উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠাব।
তবে একজন বন কর্মকর্তা বলেন, কনসেপ্টের দখলকৃত বনভূমির বেশির ভাগ অংশে স্থাপনা নির্মাণ করা হয়নি। মালামাল ও গাড়ি রাখা হচ্ছে। বন বিভাগ চাইলে নিজেরা দখলমুক্ত করে বনায়ন করা কঠিন নয়।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের কাছে উচ্ছেদের সহযোগিতা চাইলেই পাওয়া যায় না। এটা সময়ক্ষেপণের কৌশল মনে হচ্ছে। সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।
আরও পড়ুন : গাজীপুরে কনসেপ্ট রেডিমিক্সের বনভূমি দখল : দূষণে জনজীবন অতিষ্ঠ