তারুণ্যের মিশেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আলোকিত প্রতিবেদক : আগামী অক্টোবর-নভেম্বরে ওমান ও দুবাইয়ে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দল ঘোষণা করেন।

এ সময় অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

এবার প্রথমবারের মত বিশ্বকাপে ডাক পাওয়া আট তরুণ ক্রিকেটার হলেন লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম হোসেন, শরীফুল ইসলাম, সাইফ উদ্দিন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

মাহমুদ উল্লাহকে অধিনায়ক করে ঘোষিত দলের অপর সাতজন হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

এ ছাড়া দলে রুবেল হোসেন ও আমিনুল ইসলামকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, আমরা এই দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ধারাবাহিকভাবে আমরা তিনটি সিরিজ জিতেছি। আশা করি দল ভালো করবে।

তিনি আরও বলেন, যে কোন সংস্করণেই জয় খুবই গুরুত্বপূর্ণ। জয় দলের আত্মবিশ্বাস সব সময়ই বাড়িয়ে দেয়। হারতে থাকলে মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে।

আরও খবর