গাজীপুরের পাতারটেকে নিহত কমান্ডার আকাশের মা-বাবা ও দুই বোনও জঙ্গি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর নোয়াগাঁও পাতারটেকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির একজন হলেন ফরিদুল ইসলাম আকাশ।

শনিবার অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিত যে তামিম চৌধুরীর পর যে নেতৃত্ব দিত, তার নাম হচ্ছে আকাশ।

জেএমবির কমান্ডার আকাশের (২৫) বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বড়ইতলী গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, আকাশ গত বছর সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। তারা দুই ভাই ও তিন বোন।

গত ৫ সেপ্টেম্বর তাদের বাড়িতে অভিযান চালিয়ে আকাশের মা ফুলেরা খাতুন, বোন শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুনকে (১৬) গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

তার অপর ভাই ও বোন ৮ ও ৯ বছর বয়সী। বাবা আবু সাঈদ পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আকাশের মা ও বোনরা জেএমবির সদস্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। তারা হাইকমান্ডের নির্দেশ পেলেই আত্মঘাতী হামলার উদ্দেশে হিজরতে যেতেন বলে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন।

আরও খবর