শ্রীপুরের পেলাইদে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
আলোকিত প্রতিবেদক : হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করবো রক্তদান-এই স্লোগানকে সামনে রেখে জনসাধারণকে উৎসাহিত করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন করেছে রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ।
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে শুক্রবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক নারী, পুরুষ ও শিশুর রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে স্বেচ্ছাসেবীরা সচেতনতামূলক আলোচনা করেন।
স্বেচ্ছাসেবীরা হলেন সাইফুদ্দিন শেখ ফাহিম, এইচ এম হাসিবুল হাসান, ইমরান নাজির, জাকির হোসেন ও আফরিদা কনা।
ক্যাম্পেইনে সহযোগিতা করেন নুরুল ইসলাম, ইউপি মেম্বার মনির হোসেন, আইয়ুব আলী, ওয়াজ উদ্দিন, হাফিজুর রহমান, সাইজুদ্দিন প্রধান, আরিফ প্রধান, সোহরাব উদ্দিন, আল-আমিন ফকির, আবদুল জলিল, আবুল হাসেম, দুলাল মিয়া, মামুন ফকির প্রমুখ।