ভারতে দুর্নীতি ঠেকাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল
ডেস্ক নিউজ : ভারতে মঙ্গলবার মধ্যরাতের পর থেকে ৫০০ ও ১০০০ টাকার নোটের লেনদেন অবৈধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটিতে কালো টাকার বিস্তার ও দুর্নীতি ঠেকাতেই এই নাটকীয় পদক্ষেপ বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানান।
ঘোষণায় বলা হয়, দেশে যার যার কাছে ৫০০ ও ১০০০ রুপির নোট আছে, তারা সেগুলো আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোন ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।
যাদের কাছে কালো টাকার পাহাড় আছে, তারা এর ফলে সেই টাকা ব্যাংকে জমা দিতে বাধ্য হবেন। আর তারা যদি টাকা জমা না দেন, তাহলে সেই টাকা চিরতরে খোয়াতে হবে।
এ জন্য সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।