খুলনায় জঙ্গি ও শিরকবিরোধী মতবিনিময় সভা
আলোকিত প্রতিবেদক : জঙ্গি ও শিরকবিরোধী মতবিনিময় সভায় আলেম সমাজকে ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এ সময় আলেম-ওলামারা ইসলাম প্রচার পরিষদের ভূমিকার প্রশংসা করেন।
বুধবার সংগঠনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মহানগর সভাপতি ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা মনোওয়ার হুসাইন মাদানী।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা মুফতি আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, দারুল উলুম মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফয়সাল আহমেদ হেলালী, জাহিদুল হক, রিয়াদুল ইসলাম, আলমগীর হোসাইন, নাজমুল হাসান প্রিন্স, শাহিন বিন ওহাব, আবদুল্লাহ আল মামুন, নূরে আলম সিদ্দিকী, মামুনুর রশীদ প্রমুখ।
সভা শেষে মাওলানা আবুল কালাম আজাদকে সভাপতি ও মাওলানা জাহিদুল হককে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।