মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাবেন বাইডেন

ডেস্ক নিউজ : ডোনাল্ড ট্রাম্পকে বিশাল ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন।

২০২১ সালের ২০ জানুয়ারি তিনি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

এরপর তিনি ট্রাম্প প্রশাসনের অনুসৃত বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট বলছে, ট্রাম্প যেসব মুসলিম প্রধান দেশের ওপর অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, বাইডেন তা দ্রুত বাতিল করবেন।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া ও মিয়ানমার।

এ ছাড়া ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও বাইডেন তাতে আবার ফিরবেন বলে জানিয়েছেন।

এদিকে ট্রাম্প আইনিভাবে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিলেও নতুন প্রেসিডেন্ট মোটেও পরোয়া করছেন না।

আরও খবর