সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড
আলোকিত প্রতিবেদক : ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা) চার কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিন বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী, এস কে সিনহার কথিত পিএস রণজিৎ চন্দ্র সাহা ও রণজিতের স্ত্রী সান্ত্রী রায়।
অভিযোগের দায় থেকে টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে সাবেক কোন প্রধান বিচারপতির সাজা হওয়ার নজির এটাই প্রথম।
এর আগে ২০১৯ সালের ৯ ডিসেম্বর এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।