গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস আটক
আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে মির্জা ফখরুলকে উত্তরার বাসা থেকে ও পরে মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে আটক করে নিয়ে যায়।
নয়টি বিভাগীয় সমাবেশ শেষে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ করার প্রস্তুতি চলছে।
এ নিয়ে উত্তেজনা ও বুধবার নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন নামের একজন নিহত হয়েছেন।