‘নাশকতার মামলায়’ মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে

আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন।

বিএনপির এই শীর্ষ নেতাদের বিরুদ্ধে নয়াপল্টনে পুলিশের ওপর হামলায় উস্কানি ও পরিকল্পনার অভিযোগ এনেছে পুলিশ।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার রাত তিনটার দিকে মির্জা ফখরুলকে উত্তরার বাসা থেকে ও মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে আটক করে ডিবি।

আরও খবর