আজ আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক : দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর।

১৬০ একর ভূমির ওপর বৃহত্তম জমায়েতের সামিয়ানা।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ।

মোনাজাত সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম সাংবাদিকদের জানিয়েছেন।

মুসল্লিরা ইবাদত-বন্দেগি ও জিকির-আসকারে ব্যস্ত সময় পার করছেন।

নিয়মিত আমবয়ানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলা ও রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করবেন দিল্লির হযরত মাওলানা মুহাম্মদ সা’দ।

এদিকে মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

আখেরি মোনাজাতের সুবিধার্থে আবদুল্লাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল।

আরও খবর