ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।

শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

দুপুর দেড়টায় লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।

এতে শরিক হন ধর্মমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ।

পুলিশ কমিশনার জানান, আগামী রবিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেটির জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।

আরও খবর