শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থীর ওপর হামলা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

রবিবার দুপুরের দিকে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

কাজী খান অভিযোগ করেন, তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বসে কথা বলছিলেন। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী রড, হকিস্টিক ও লাঠি নিয়ে হামলা ও ভাঙচুর চালান।

এতে কাজী খান ও গাড়ারণ এলাকার কৃষক দলের নেতা খোরশেদ আলমসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা দাবি করেন, তিনি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা করছিলেন। এ সময় শ্রীপুর চৌরাস্তা থেকে আসা নৌকার মিছিলে ধানের শীষের কর্মী-সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য গেলে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়। তখন তারা আত্মরক্ষার্থে প্রতিহত করার চেষ্টা করেন।

সার্কেল এএসপি আল-মামুন জানান, হামলার ঘটনায় এখনো অভিযোগ পাননি। পৌর শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ জানান, পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। পরিবেশ সুষ্ঠু রাখতে যা যা করার সব করা হচ্ছে।

আরও খবর