ইনশাআল্লাহ দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাব : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা।

তিনি বলেন, ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাব। আজকে যে অগ্রগতিটা হয়েছে, সেটা ধরে রেখে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ আমার ওপর আস্থা রেখেছেন, বারবার আমি ক্ষমতায় এসে মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় কথা জাতির পিতার জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করতে পারছি।

আরও খবর