একুশে পদক পাচ্ছেন লেখক-সাংবাদিকসহ ১৬ জন
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন ১৬ জন বিশিষ্ট ব্যক্তি।
বুধবার পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন : মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী, বিচারপতি কাজী এবাদুল হক, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর), ডা. সাইদ হায়দার, ড. জসীম উদ্দিন আহমেদ, জাহানারা আহমেদ (টিভি ও চলচ্চিত্র অভিনয়), পন্ডিত অমরেশ রায় চৌধুরী (শাস্ত্রীয় সংগীত), শাহীন সামাদ (সংগীত), আমানুল হক (নৃত্য), কাজী আনোয়ার হোসেন (চিত্রকলা), অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ (গবেষণা) এবং মংছেন চীং মংছিন।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।