রাজধানীতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারল স্বামী!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রাণী বেগম (২০)।
তার স্বামীর নাম সাহেব আলী। তারা ওই এলাকার বি ব্লকের চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই জনি মিয়া সাংবাদিকদের জানান, এক বছর আগে তার বোনের প্রথম স্বামী সাবির হোসেনের সাথে বিচ্ছেদ ঘটে। পরে ভালবেসে সাহেব আলীকে বিয়ে করেন। তার বোনের প্রথম সংসারের তিন বছরের এক ছেলেও তাদের সাথে থাকত। এ নিয়ে ঝগড়া হত।
তিনি আরও জানান, দুপুরে সাহেব আলী তার বোনকে ঘরের ভেতর আটকে রেখে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।