বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলকে জমকালো সংবর্ধনা দেবে সরকার
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের যুব বিশ্বকাপের ট্রফি জেতা মুজিববর্ষে জাতির জন্য একটি উপহার।
তিনি বলেন, বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে গত চার বছর কঠোর পরিশ্রম করেছে। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে।
১৯৯৭ সালে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে ফেরার পর অনূর্ধ্ব-১৯ দলকেও আমরা জমকালো সংবর্ধনা দেব।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বিজয়ের খুশিতে সবাইকে বেশি করে কাজ করার তাগিদ দিয়ে তিনি এসব কথা বলেন।