কাপাসিয়ার ডুমদিয়ায় ব্যবসায়ীর দোকান বন্ধের হুমকি

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় এক ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী হারিছ উদ্দিন উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী।

এ ঘটনায় তিনি গত ৭ ফেব্রুয়ারি ১২ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এতে বলা হয়, হারিছ তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তার দোকানের সামনে একটি টিনের ঘর করা হয়েছে।

জমি বিক্রেতারা বলেন, দলিলে চৌহদ্দি হিসেবে পশ্চিমে সরকারি রাস্তা, উত্তর ও পূর্বে হারিছের নিজ এবং দক্ষিণে ছয় ফুট রাস্তা উল্লেখ আছে। নাসির মাস্টার অহেতুক ঝামেলা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত নাসির উদ্দিন মাস্টার আলোকিত নিউজকে বলেন, জায়গাটি মসজিদের। আমরা কোন টাকা দাবি করিনি।

কাপাসিয়া থানার এসআই বছির উদ্দিন আলোকিত নিউজকে বলেন, বিবাদীদের স্থানীয়ভাবে সমাধান করতে বলেছি। তা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর